শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে

Home Page » প্রথমপাতা » উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬



dangerous-flood-situation-in-north-bengal.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ওই অঞ্চলের অন্তত ছয়টি জেলার কয়েক লক্ষ মানুষ মারাত্মক বিপদের মুখে পড়েছে। ধ্বংস হয়ে গেছে অনেক ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেক মানুষ। গত এক যুগে এমন বন্যা কেউ দেখেনি বলে দাবি করছেন সেখানকার বাসিন্দারা।

বন্যায় আশ্রয়হীন হয়ে পড়া একজন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ ‘৯৪ সালের পর এমন বন্যা আর দেখি নাই। বন্যার পানিতে সব কিছু ভাইসা গেছে।’

চলতি বন্যায় সবচেয়ে বিপদে পড়েছে কুড়িগ্রামের ছয় লক্ষ মানুষ। এই জেলার শহর রক্ষা বাধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে অন্তত ছয়টি উপজেলা। কয়েক লক্ষ মানুষ হয়ে গেছে পানিবন্দি।

কুড়িগ্রামের মতো বিপদে পড়েছে জামালপুরও। সেখানে বিপদসীমার বেশ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ১৯৮৮ সালের পর আর আর এতো বেশি উঁচুতে কখনোই পানি উঠেনি। উত্তরাঞ্চলের অন্তত ২০০টি স্কুল দুর্যোগজনিত ছুটি ঘোষণা করেছে।

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে। এই অঞ্চলের অন্তত ৫০ থেকে আড়াই লাখ মানুষের জন্য বিতরণ করা হয়েছে ত্রাণ। পরিস্থিতি ক্রমেই হয়ে পড়ছে আরো বেশি বিপদজ্জনক।

কুড়িগ্রাম ও জামালপুরের পাশাপাশি বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাও বন্যার কবলে পড়েছে। বন্যা পরিস্থিতি দ্রুত উন্নত না হলে সামনে নেমে আসতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালেও বড় এক বন্যা হয়েছিলো। কিন্তু উত্তরাঞ্চলের মানুষের দাবি, ওই বন্যায় তেমন একটা ক্ষতি হয়নি। বরং তার চেয়ে অনেক বেশি ক্ষতি হচ্ছে এবারের বন্যায়।

বাংলাদেশ সময়: ১৪:০৩:৪৩   ৩৭১ বার পঠিত