শুক্রবার, ২৯ জুলাই ২০১৬

বিমানে আইএসের শ্লোগান, জরুরি অবতরণ

Home Page » প্রথমপাতা » বিমানে আইএসের শ্লোগান, জরুরি অবতরণ
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬



an-airbus-landed-urgently-after-slogan-of-is-on-that.jpgবঙ্গ-নিউজঃ মাঝ আকাশে উড়ছিলো ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। দুবাই থেকে কেরালার উদ্দেশ্যে যাত্রা করেছিলো বিমানটি। এর মধ্যেই এক যাত্রী ‘আইএস-এর শ্লোগান’ দিয়ে ওঠে। পরে মুম্বাইয়ে জরুরি অবতরণ করা হয় বিমানটি।

জানা গেছে, আইএস-এর শ্লোগান শোনার পর ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। একজন যাত্রীই এই কাজ করেছে। তার সঙ্গে কোনো রকম অস্ত্র বা বিস্ফোরক ছিলো ন। এই অবস্থায় বিমানটির চালক জরুরি ভিত্তিতে বিমানটি অবতরণ করেন।

এরপর ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। যাত্রীটির নাম বা পরিচয়, কিছুই প্রকাশ করা হয়নি। তিনি ভারতীয় নাগরিক কিনা সেটাও জানানো হয়নি সংবাদ মাধ্যমকে।

মুম্বাইয়ে দুই ঘন্টারও বেশি সময় আটকে থাকে বিমানটি। তারপর আবার কেরালার উদ্দেশ্যে উড়াল দেয় সেটি। এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়নি।

জানা গেছে, বিমানের ভিতরে ওই রকম আচরণ করা যাত্রীটিকে আটকে রেখেছে ভারতীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে আরো কিছু জানানো হবে।

সম্প্রতি বিভিন্ন দেশে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে কথিত সন্ত্রাসী গোষ্ঠি আইএস। গত দুই মাসের মধ্যে বাংলাদেশ, ইরাক, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে হামলা করেছে তারা। জুলাইয়ের শুরুর দিকে গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসীর এক আক্রমণে ২০ জন প্রাণ হারান। তাদের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি নাগরিক। আইএসের এমন তৎপরতার কারণে সারা বিশ্বে তারা আতঙ্কের অন্য নাম।

বাংলাদেশ সময়: ১৩:১০:১৮   ৩৮৮ বার পঠিত