বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬

নাশকতার আগুনে স্কুল পুড়ে ছাই

Home Page » সারাদেশ » নাশকতার আগুনে স্কুল পুড়ে ছাই
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০১৬



হবিগঞ্জের চুনারুঘাটে নাশকতার আগুনে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া এলাকার আইডিয়েল একাডেমি নামে বিদ্যালয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভাতে সক্ষম হলেও বিদ্যালয়ের অফিসঘরসহ সবকটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে সকালে শত শত শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন এবং বাড়ি ফিরে যান। তবে ধারণা করা হচ্ছে ঘটনাটি নাশকতা হতে পারে।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে স্থানীয় লোকজন বিদ্যালয় থেকে ধোঁয়া উঠতে দেখে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিযন্ত্রণে আনে। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহায়তা করে। এরই মধ্যে বিদ্যালয়ের সবকটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল জানান, ভোররাতে কে বা কারা বিদ্যালয়ে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। আগুনে পুড়ে বিদ্যালয়ের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

২০১২ সালে সরকারি ও বেসরকারি অনুদান এবং স্থানীয়ভাবে চাটপাড়া আইডিয়েল একাডেমি নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে প্রায় সাড়ে ৩শ’ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বাংলাদেশ সময়: ১৩:০০:০২   ৩১৯ বার পঠিত