বুধবার, ২৭ জুলাই ২০১৬
ব্যাংকগুলো ভয়ে আছে
Home Page » অর্থ ও বানিজ্য » ব্যাংকগুলো ভয়ে আছে
বঙ্গ-নিউজঃ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো নিরাপত্তা নিয়ে ভয়ভীতিতে আছে। তবে সরকার এ ব্যাপারে তাদের আশ্বস্ত করতে যথাসাধ্য চেষ্টা করছে।
মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ব্যাংকগুলোর নিরাপত্তা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে তারা আলাপ করেছেন। অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, এবং অনেক জায়গায় স্ক্যানার নেই। আমি তাদের আশ্বস্ত করেছি। ফাইন্যান্স ডিভিশন এ ধরনের প্রজেক্ট আনলে আমরা অতি দ্রুত বাস্তবায়ন করতে পারব।
পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষি ব্যাংক এনজিও’র মাধ্যমে যে ঋণ দেয় জেলা প্রশাসকরা তা নিয়ে আপত্তি তুলেছেন। এটা যাতে তারা সরাসরি পেতে পারে সে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। অর্থমন্ত্রী তাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
সবার বিরুদ্ধে অভিযোগ থাকলেও জেলা প্রশাসকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যে অগ্রগতি দেশের মানুষ তার প্রাণশক্তি। তাদের উদ্বুদ্ধ ও প্রভাবিত করেন জেলা প্রশাসকরা। সবার বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখন পর্যন্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এতে করেই বুঝা যায় তারা ভালো কাজ করছে।
বাংলাদেশ সময়: ৬:৪০:২০ ৩৬২ বার পঠিত