মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬
এবার মানানসই চুলের ছাঁট জানাবে সফটওয়্যার
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এবার মানানসই চুলের ছাঁট জানাবে সফটওয়্যারবঙ্গ-নিউজঃ বলিউড তারকা শাহরুখ, সালমান কিংবা বিখ্যাত কোন ক্রিকেটারের চুলের ছাঁট আপনার ভীষণ পছন্দ। কিন্তু কোন ছাঁটটা আপনার মুখে মানানসই তা নিয়ে হয়তো দ্বন্দ্বে ভুগছেন। এখন চিন্তার আর কোন কারণ নেই। সম্প্রতি চুল সংক্রান্ত দুশ্চিন্তা লাঘব করতে বিজ্ঞানীরা বানিয়ে ফেলেছেন নতুন এক সফটওয়্যার। এই প্রযুক্তি শুধু আপনাকে কোন হেয়ারস্টাইল আর কালারে কেমন লাগবে তাই বলে দেবে না, কোনও শিশু বা পূর্ণবয়স্ক মানুষ ছদ্মবেশে কীরকম লাগতে পারে তাও জানিয়ে দেবে। সফটওয়্যারটির নাম ড্রিমবিট। ডেভেলপ করেছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকরা। এতে পরিষ্কার বোঝা যাবে, ২৫ বছরে আপনার যা চেহারা, তা ৫০-এ কেমন হবে। আজ যদি আপনি নিজের দেশ ছেড়ে আচমকা আন্টার্কটিকা চলে যান, তাহলে সেই জায়গা বদলই বা কতটা প্রভাব ফেলবে চেহারায় তাও বলে দেবে। কীভাবে ব্যবহার করতে হবে এই সফটওয়্যার? কিচ্ছু না, নিজের একটা ছবি প্রথমে কম্পিউটারে আপলোড করুন, তারপর সার্চ দিন, যেমন কার্লি হেয়ার। সফটওয়্যার নিজে থেকেই ওই ক্যাটাগরিতে যাবতীয় ছবি বার করবে, তারপর আপনার মুখে প্রতিটি চুলের ছাঁট বসিয়ে তক্ষুনি দেখিয়ে দেবে, কেমন দেখতে লাগছে আপনাকে। তাছাড়া নিখোঁজ শিশু বা জেলপালানো অপরাধীকে সনাক্ত করতেও দারুণ কাজ দেবে ড্রিমবিট। ছদ্মবেশে থাকলে তাদের কেমন দেখতে হতে পারে, এমনকি বেশ কয়েক বছর পর বয়স বেড়ে গেলেই বা তাদের কেমন দেখাবে, তারও তল্লাশ দেবে এই সফটওয়্যার।
বাংলাদেশ সময়: ১০:০৭:৩০ ৪০৮ বার পঠিত