মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬
নিবন্ধনের আবেদন করেছে ১৭১৭টি অনলাইন সংবাদমাধ্যম
Home Page » প্রথমপাতা » নিবন্ধনের আবেদন করেছে ১৭১৭টি অনলাইন সংবাদমাধ্যমবঙ্গ-নিউজ:নিবন্ধনের আবেদন করেছে এক হাজার ৭১৭টি অনলাইন সংবাদ মাধ্যম। জাতীয় সংসদে এক সদস্যের প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ১০৫টি অনলাইন টিভি এবং ১৮টি অনলাইন রেডিও নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয় বরবার আবেদনপত্র জমা দিয়েছে।
এ ব্যাপারে বক্তব্য দেয়ার এক পর্যায়ে বর্তমান সরকারকে ‘গণমাধ্যমবান্ধব’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বর্তমান গণমাধ্যমবান্ধব সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের অন্য কর্মীদের কল্যাণে ‘অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড’ ঘোষণা করেছে।’
মন্ত্রী এ সময় ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-২০১৪’ এবং ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ বিধিমালা ২০১৬’ প্রণয়ন করা হয়েছে বলে জানান। একই সঙ্গে তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ০:১৯:০৭ ৩২৭ বার পঠিত