সোমবার, ২৫ জুলাই ২০১৬

বিশ্বভ্রমণের শেষ পর্যায়ে জ্বালানিবিহীন বিমান

Home Page » বিশ্ব » বিশ্বভ্রমণের শেষ পর্যায়ে জ্বালানিবিহীন বিমান
সোমবার, ২৫ জুলাই ২০১৬



বিশ্বভ্রমণের শেষ পর্যায়ে জ্বালানিবিহীন বিমান

বঙ্গ-নিউজঃ মিশরের রাজধানী থেকে বিশ্ব পরিভ্রমণের সর্বশেষ যাত্রাটি শুরু করেছে জ্বালানিবিহীন বিমান সোলার ইম্পালস-২। সোলার ইম্পালস প্রথম কোন বিমান যেটি কোন জ্বালানি ব্যবহার না করে শুধুমাত্র সৌরশক্তি দিয়ে বিশ্ব পরিভ্রমণ করছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ৪৮ ঘণ্টা পর বিমানটির সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে পৌছানোর কথা রয়েছে।

২০১৫ সালের মার্চ মাসে এখান থেকেই যাত্রা শুরু করেছিল সোলার ইম্পালস। শেষবারের মত বিমানটির নিয়ন্ত্রণে রয়েছেন পাইলট বার্ট্রান্ড পিকার্ড।

ধারণা করা হচ্ছে, বড় কোন বাঁধা ছাড়াই তিনি শেষ ধাপটি পার করবেন। যদিও মধ্যপ্রাচ্যের তাপ বিমানটির ওপর কী প্রভাব ফেলবে এনিয়ে কিছু আশঙ্কা রয়েছে।

উষ্ণতা এবং ঝাঁকুনি থেকে বাঁচার জন্য পিকার্ড অনেক উচুঁতে অবস্থান করবেন এবং অক্সিজেন মাস্ক ব্যবহার করবেন।

সৌদি মরুভূমির ওপর উষ্ণ এবং হালকা বায়ুপ্রবাহের কারণে সামনে এগুনোর জন্য সোলার ইম্পালসের মোটরগুলোরও অনেক বেশি শক্তির প্রয়োজন হবে।

এসব কারণে বিমানটির লিথিয়াম পলিমার ব্যাটারিগুলোতে সঞ্চিত শক্তি খুব দক্ষতার সাথে ব্যবহার করতে হবে যাতে রাতের সময়টাতে বিমান উড্ডয়ন অব্যাহত থাকে।

বাংলাদেশ সময়: ৭:৫৪:১৬   ৩৭১ বার পঠিত