রবিবার, ২৪ জুলাই ২০১৬
ডাচ-বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদ নিখোঁজ
Home Page » প্রথমপাতা » ডাচ-বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদ নিখোঁজবঙ্গ-নিউজ:গতকাল শনিবার থেকে ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান খালেদ নিখোঁজ আছেন বলে জানিয়েছে তার পরিবার। এ ব্যাপারে তারা থানায় একটি অভিযোগও করেছে।
ধানমণ্ডি থানায় করা ওই জিডিতে বলা হয়, হাসান খালেদ শনিবার সকালে তার ধানমণ্ডির বাসা থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফিরে আসেন নি।
ধানমণ্ডি থানার উপ পরিদর্শক খায়রুল হাসান জানান, শনিবার রাতে হাসান খালেদের শ্যালক শরীফুল আলম নিখোঁজের ব্যাপারে একটি জিডি করেছেন। তিনি জানান, হাসান খালেদকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
হাসান খালেদের বাসা ধানমণ্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বিল্ডিংয়ে। নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনে তার অফিস।
কর্মজীবনে হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত আছেন তিনি। একই সাথে বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছেন হাসান খালেদ।
বাংলাদেশ সময়: ২২:৪৮:৪০ ৪৩৬ বার পঠিত