শনিবার, ২৩ জুলাই ২০১৬

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ৬১ জনের মৃত্যু, দায় স্বীকার আইএসের

Home Page » প্রথমপাতা » কাবুলে ভয়াবহ বিস্ফোরণে ৬১ জনের মৃত্যু, দায় স্বীকার আইএসের
শনিবার, ২৩ জুলাই ২০১৬



kabul-attack-islamic-state-claims-the-responsibility.jpgবঙ্গ-নিউজ:আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ৬১ জনের মৃত্যু হয়েছে।  (শনিবার, ২৩ জুলাই) শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে এই হামলা হয়। আহত হয়েছেন অন্তত ২০৭ জন।

কাবুলের এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। আফগানিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, হামলায় আহতদের ঘটনাস্থলের কাছাকাছি ইস্তিকলাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

শিয়াদের বিক্ষোভ সমাবেশে এ ধরনের হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ প্রতিটি নাগরিকের অধিকার। কিন্তু সন্ত্রাসীরা জনতার সঙ্গে মিশে গিয়ে এই হামলা চালালো। এতে জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কয়েকজনও নিহত হয়েছেন।’

জানা গেছে আফগানিস্তানের বামিয়ান প্রদেশের নাগরিকরা বিদ্যুৎ সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ করতে কাবুলে জড়ো হয়েছিলেন। তাদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের মুসলিম।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা বলছে, আফগানিস্তান এখনো নিরাপদ নয়। সেখানকার মানবিধাকার পরিস্থিতি নাজুক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৯   ৩১৪ বার পঠিত