বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬

‘প্রিটি ওম্যান’ নির্মাতার প্রয়াণ

Home Page » বিনোদন » ‘প্রিটি ওম্যান’ নির্মাতার প্রয়াণ
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬



গ্যারি মার্শাল

বঙ্গ-নিউজঃ একটি মাত্র ছবি দিয়েই নির্মাতা গ্যারি মার্শালকে খুব সহজে চেনা যায়। সেই ছবিটি হলো জুলিয়া রবার্টস আর রিচার্ড গিয়ার অভিনীত ১৯৯০ সালে মুক্তি পাওয়া প্রিটি ওম্যান। গতকাল মঙ্গলবার বিশ্বমাতানো সেই অসাধারণ ছবির নির্মাতা গ্যারি মার্শাল ৮১ বছর বয়সে চলে গেলেন। নিউমোনিয়া ও পরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে।.
.শুধু প্রিটি ওম্যানই নয়, গ্যারি বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন তাঁর আরও বেশ কয়েকটি সাড়া জাগানো হলিউড ছবির কারণে। এর মধ্যে রয়েছে দ্য ফ্ল্যামিংগো কিড (১৯৮৪), নাথিং ইন কমন (১৯৮৬), বিচেস (১৯৮৮), রানঅ্যাওয়ে ব্রাইড (১৯৯৯), নেভার বিন কিসড (১৯৯৯) ও দ্য প্রিন্সেস ডায়েরিজ (২০০১)। টেলিভিশনের জন্য হ্যাপি ডেজসহ জনপ্রিয় বেশ কিছু ধারাবাহিকও নির্মাণ করেছিলেন তিনি।
গত বছরই এই নির্মাতাকে দীর্ঘ সময় পর তাঁর প্রিটি ওম্যান ছবির শিল্পীদের সঙ্গে দেখা গিয়েছিল। ২০১৫ সালে তিনি বেশ ঘটা করেই উদ্যাপন করেছিলেন তাঁর সেই কালজয়ী ছবির ২৫ বছরপূর্তি। গ্যারির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রিটি ওম্যান ও রানঅ্যাওয়ে ব্রাইড ছবির অভিনেতা রিচার্ড গিয়ার, ভ্যালেন্টাইনস ডে ছবির অভিনেত্রী জেসিকা অ্যালবাসহ হলিউডের অনেক তারকাই। হলিউড রিপোর্টস।

বাংলাদেশ সময়: ৮:১৩:৪১   ৪০৮ বার পঠিত