বুধবার, ২০ জুলাই ২০১৬
ওরাংওটাংয়ের জন্য ভিডিও গেমস
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ওরাংওটাংয়ের জন্য ভিডিও গেমসবঙ্গ-নিউজঃ মেলবোর্ন চিড়িয়াখানার ওরাংওটাংয়ের দল এখন ভিডিও গেমসের আনন্দ নিতে পারবে। তাদের জন্য বিশেষ ধরনের গেমস তৈরি করতে যাচ্ছেন অস্ট্রেলীয় একদল গবেষক। প্রাণীদের বিনোদন ও উদ্দীপনা জোগাতে এক গবেষণায় সাফল্যের ভিত্তিতেই তাঁরা এই উদ্যোগ নেন। বিশ্বে এটিই ছিল ওরাংওটাংয়ের সঙ্গে পারস্পরিক যোগাযোগনির্ভর প্রথম গবেষণা।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোসফট রিসার্চ সেন্টারের ওই গবেষকেরা চলতি বছরের শুরুর দিকে ভিক্টোরিয়া রাজ্যের বিভিন্ন চিড়িয়াখানায় কয়েকটি পরীক্ষা চালান। ওরাংওটাংয়ের সঙ্গে ভাববিনিময়মূলক ভিডিও গেমসের সম্ভাবনা যাচাইয়ের এ প্রকল্পে যুক্ত গবেষক মার্কাস কার্টার বলেন, তাঁরা ওরাংওটাংয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছেন। ফলে চিড়িয়াখানার দর্শকদের সঙ্গে প্রাণীটির ভাববিনিময়েও পরিবর্তন হয়েছে।
মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান গেমিং সিস্টেমের কিনসেট থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ গেমসের প্রতি ওরাংওটাংরা কেমন সাড়া দেয়, তা দেখার চেষ্টা করেন গবেষকেরা। এতে প্রথম দফায় প্রাণীটির ব্যাপক অংশগ্রহণ দেখে বিস্মিত হন তাঁরা। এবং বুঝতে পারেন, এই গেমস এমনভাবে বানানো যাবে, যাতে প্রতিপক্ষ হিসেবে মানুষের সঙ্গেও অংশ নিতে পারবে প্রাণীটি। এতে মানুষের সঙ্গে ওরাংওটাংয়ের যোগাযোগ বা বন্ধন আরও দৃঢ় হতে পারে।
মেলবোর্নের ওই গবেষক দলের সদস্যরা আরেকটি নতুন অডিও গেম তৈরি করছেন, যাতে আওয়াজ শুনে শুনে ওরাংওটাংয়ের দল রঙিন জিনিসপত্র সরাতে পারবে।
বাংলাদেশ সময়: ৮:০৯:৪১ ৪২৩ বার পঠিত