বুধবার, ২০ জুলাই ২০১৬

তুরস্ক অভ্যুত্থান: বিদ্রোহে জোর করা হয়েছিলো সশস্ত্র বাহিনীর প্রধানকে

Home Page » প্রথমপাতা » তুরস্ক অভ্যুত্থান: বিদ্রোহে জোর করা হয়েছিলো সশস্ত্র বাহিনীর প্রধানকে
বুধবার, ২০ জুলাই ২০১৬



turkey-chief-general-were-oppressed-to-join-coup.jpgবঙ্গ-নিউজঃগত শুক্রবার তুরস্কে যে অভ্যুত্থানের চেষ্টা করা হয়, তাতে যোগ দেননি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান। তবে তাকে জোর করা হয়েছিলো এবং শারীরীকভাবেই লাঞ্ছিত করা হয়েছিলো। তারপরও তিনি বিদ্রোহ যোগ দেননি।

অভ্যুত্থান চেষ্টার তিনদিন পর পাওয়া গেলো এমন খবর। খবরে জানা যায়, জেনারেল হুলুসি আকারকে তার ব্যক্তিগত সহকারী বিদ্রোহ শুরুর আগে একটি দলিলে স্বাক্ষর করতে বলেন। কিন্তু হুলুসি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।

সঙ্গে সঙ্গে তাকে অত্যচার করা হয়। কিন্তু তারপরও বিদ্রোহের পক্ষে অবস্থান নেননি তিনি। পরে তাকে বন্দি করে আড়ালে নিয়ে যাওয়া হয়।

হুলুসির সঙ্গে আড়ালে নিয়ে যাওয়া হয় সামরিক বাহিনীর আরো অনেক উর্ধ্বতন কর্মকর্তাকে। এ কারণেই বিদ্রোহ চলা অবস্থায় জেনারেল হুলুসির কোনো খবর ছিলো না। তার কোনো খবর না থাকার কথা সংবাদ মাধ্যমের কাছে বলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

বাংলাদেশ সময়: ০:১৬:৪৫   ৩৫১ বার পঠিত