মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
ভাড়াটিয়ার তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা
Home Page » প্রথমপাতা » ভাড়াটিয়ার তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থাবঙ্গ-নিউজ:ভাড়াটিয়ার সব তথ্য বাড়িওয়ালার কাছে থাকতে হবে এবং বাড়িওয়ালা ভাড়াটিয়ার তথ্য পুলিশের কাছে সরবারহ করতে বাধ্য থাকবেন বলে নির্দেশনা জারি করা হয়েছে।
কোনো বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ না করেন বা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে নারাজ থাকেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।ডিএমপি এ বিষয়ে রাজধানীতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। পুলিশ বলছে, বাড়িওয়ালা যদি ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে তবে অপরাধ কমে আসবে এবং অপরাধ আরো সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বাড়িওয়ালাদের কাছে ২০ লাখ ফরম বিতরণ করেছে পুলিশ। জানা গেছে, ইতোমধ্যে ১৮ লাখ পূরণকৃত ফরম পুলিশের সংগ্রহে আছে। আরো ফরম বিতরণ করে ঢাকার সব ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের জন্য কাজ করছে পুলিশ।
এ দিকে সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ার একটি বাড়িতে জঙ্গিতের একটি আস্তানা খুঁজে পেয়ে পুলিশ। গুলশান ও শোলাকিয়ায় হামলা করা কয়েকজন সেখানে থাকতো বলে জানা গেছে। এরপর থেকেই মূলত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৫২ ৪২৫ বার পঠিত