মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত

Home Page » আজকের সকল পত্রিকা » নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরখাস্ত
মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬



বঙ্গ-নিউজ:sm-giyash-uddin.jpgপুলিশের হাতে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বরখাস্তকৃত শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন ছিলেন।
এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম ‘অপারেশন’ করে বিশ্ববিদ্যালয়ের ক্যানসার কেটে ফেলা হবে বলে মন্তব্য করেছিলেন।গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাকারীদের বাসা ভাড়া দেওয়ার আগে নাম ঠিকানাসহ তথ্য না রাখায় এস এম গিয়াস উদ্দিন আহসানসহ মোট তিনজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গুলশানে হামলার আগে সন্ত্রাসীরা বসুন্ধরা আবাসিক এলাকার ছয় নম্বর সড়ক ব্লক ই-এর একটি ফ্ল্যাটে মিলিত হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সেসের ডিন গিয়াস উদ্দিন আহসান হচ্ছেন ওই ফ্ল্যাটের মালিক। হামলার পর সন্ত্রাসীদের অন্য সহযোগীরা ওই ফ্ল্যাট ছেড়ে দ্রুত পালিয়ে যায়।

গিয়াস উদ্দিন আহসানকে আটকের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তার আট দিন রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৩৯   ৩৯৭ বার পঠিত