সোমবার, ১৮ জুলাই ২০১৬
শিক্ষামন্ত্রী: সব শিক্ষা প্রতিষ্ঠানেই বাংলা বাধ্যতামূলক করা হবে
Home Page » আজকের সকল পত্রিকা » শিক্ষামন্ত্রী: সব শিক্ষা প্রতিষ্ঠানেই বাংলা বাধ্যতামূলক করা হবেবঙ্গ-নিউজঃদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই এখন বাংলা পড়ানো হয় না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে বাংলাকে দূরে ঠেলে দেয়া হচ্ছে। এ দিকে লক্ষ্য করেই বাংলা ভাষা ছাড়া বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে আয়োজিত জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন মন্ত্রী।
মতবিনিময় সভায় সাম্প্রতিক সন্ত্রাসবাদে নম জড়িয়ে পড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনেক অভিযোগই আমাদের তদন্তকারী দল খুঁজে পেয়েছিল। তখন প্রতিষ্ঠানটি কিছু কিছু বিষয়ে নির্দেশনাও দিয়ে ছিলাম আমরা। কিন্তু তারা সেগুলো আমলে নেয়নি। নিলে হয়তো আজকের এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।’
মন্ত্রী আরও বলেন, ‘গুলশান এবং শোলাকিয়ায় সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়টি জাতীয় অর্জনে শিক্ষার্থীদের সকল অবদানকে ম্লান করে দিয়েছে। দেশের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা থাকলে এমন ঘটনা কখনই ঘটানোর সাহস দেখাতো না। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাতৃভাষার পড়ানোর উপর জোর দিতে হবে। আগামীতে বাংলা ভাষা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই বাধ্যতামূলক করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৫২:১৬ ৩৯০ বার পঠিত