সোমবার, ১৮ জুলাই ২০১৬
তুরস্ক অভ্যুত্থান: আটককৃতদের সংখ্যা ৬ হাজার ছাড়ালো
Home Page » প্রথমপাতা » তুরস্ক অভ্যুত্থান: আটককৃতদের সংখ্যা ৬ হাজার ছাড়ালোবঙ্গ-নিউজঃব্যর্থ অভ্যুত্থানের পর দেশদ্রোহী সেনাদের আটক করছে তুরস্ক কর্তৃপক্ষ। সর্বশেষ খবরে জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত মোট ছয় হাজার দেশদ্রোহী সেনা ও সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া চলছে।গত শুক্রবার রাতে হঠাৎ করেই তুরস্কের রাজধানী আঙ্কারা ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার দখল নেয় সেনারা। এরপর দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান নাগরিকদের রাস্তায় নেমে এসে সেনাদের প্রতিহত করার আহ্বান জানান।
তার আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ তুর্কি নাগরিক রাস্তায় নেমে আসেন এবং গড়ে তুলেন প্রবল প্রতিরোধ। প্রতিরোধের মুখে পড়ে হার মানতে বাধ্য হন সেনারা। তারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
এরপরই সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান শুরু হয়। অভ্যুত্থানের চেষ্টায় জড়িত থাকা সেনাদের গ্রেফতার করা হয়। অভ্যুত্থানের ঘটনার সময় প্রাণ হারান প্রায় তিনশ নাগরিক। তাদের বেশির ভাগই সেনাদের নির্বিচার গুলির শিকার হন।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৩ ৪৩৩ বার পঠিত