সোমবার, ১৮ জুলাই ২০১৬
পিছন থেকে কারা খেলছে, আমরা জানি, বেনজির
Home Page » প্রথমপাতা » পিছন থেকে কারা খেলছে, আমরা জানি, বেনজিরবঙ্গ-নিউজঃজঙ্গিবাদ ছড়াতে কারা পিছন থেকে খেলছে, তা আমরা জানি। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের জন্য তারা দানব নিয়ে খেলছে। দানবই তাদের নিশ্চিহ্ন করে দিবে। এমন মন্তব্য করেছেন র্যাব প্রধান বেনজির আহমেদ।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় আয়োজিত এক সভায় বেনজির আহমেদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এসে কেউ কিছু করে ছাড়া পাবে না। আমরা ইতোপূর্বে এই শক্তিকে পরাজিত করেছি, আরো একবার করবো। সুফিদের দেশ, সাধকদের দেশ, সন্নাসীদের দেশ, রবীন্দ্রনাথ- নজরুলের দেশ এবং বঙ্গবন্ধুর দেশে এসব হবে না।’
এ মাসের দুই তারিখে গুলশানের হলি আর্টিজানে হামলা করা ছয় সন্ত্রাসী গুলিতে মারা যায়। এরপর ঈদের দিন শোলাকিয়াও সন্ত্রাসীর মৃত্যু হয় পুলিশের গুলিতে।
এই ঘটনা দুটি উল্লেখ করে বেনজির বলেন, ‘গুলশানে হামলা করা লাশগুলো পড়ে আছে। কিশোরগঞ্জে জানাজা পড়ার লোক পাওয়া যায়নি। যারা বিপথে গেছেন, ফিরে আসেন। এটা আমাদের অনুরোধ। আপনাদের পুনর্বাসনে রাষ্ট্র যা যা করার দরকার করবে।’
বাংলাদেশ সময়: ০:৩৫:২৪ ৩৯৬ বার পঠিত