রবিবার, ১৭ জুলাই ২০১৬

বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা পানি প্রবাহিত হচ্ছে

Home Page » আজকের সকল পত্রিকা » বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে তিস্তা পানি প্রবাহিত হচ্ছে
রবিবার, ১৭ জুলাই ২০১৬



1468762717_11.JPGবঙ্গ-নিউজঃভারী বর্ষন ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আজ রবিবার সকাল ৬টা থেকে ডালিয়া পয়েন্টে বিপদসীমা (৫২ দশমিক ৪০ মিটার) ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলা ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার প্রায় ২০টি গ্রাম হাটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রচন্ড ¯্রােত আর শোঁ শোঁ শব্দ তিস্তারপাড় কাঁপিয়ে তুলেছে। তিস্তা হিং¯্ররূপ এলাকাবাসীকে আতংঙ্কগ্রস্থ করে তুলেছে। কি হবে কি হচ্ছে তা এলাকাবাসী ভেবে পাচ্ছে না। তিস্তার বানের পানি চরখড়িবাড়ি দ্বিতল ভবন বিজিবি ক্যাম্পের ভেতর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র সুত্র তিস্তার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করে জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। সুত্র মতে বর্ষা মৌসুমে তিস্তা এবার তৃতীয় দফায় বিপদসীমা অতিক্রম করলো। এর আগে ২৩ জুন বিপদসীমার ২৫ ও ২৫ জুন বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

বন্যায় চুলো ও টিউবওয়েল ডুবে যাওয়ার কারনে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছে বন্যা কবলিত মানুষগুলো। কোথাও হাটু ও কোথাও কোমড় পানির নিচে চলে গেছে রাস্তা-ঘাট, স্কুল ও বাড়ি-ঘর। পানিবন্দী মানুষজন তাদের ঘর-বাড়ি ভেঙে গবাদী পশু নিয়ে উচু জায়গায় আশ্রয় নিয়েছে। অনেকে বাধ্য হয়ে বাঁধের উপর ঘর নির্মান করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানায়, উজানে ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারনে তিস্তার পানি সকাল ৬টা থেকে ১৭সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় ৭ সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বাংলাদেশ সময়: ১২:৫৪:২৬   ৪০১ বার পঠিত