শনিবার, ১৬ জুলাই ২০১৬
তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, সেনাদের আত্মসমর্পণ
Home Page » প্রথমপাতা » তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ, সেনাদের আত্মসমর্পণবঙ্গ নিউজ:তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আত্মসমর্পণ করতে শুরু করেছে অভ্যুত্থানকারী সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি দিয়েছে এমন খবর। জানা গেছে, আঙ্কারার বসফোরাস সেতুতে অভ্যুত্থান চেষ্টায় অংশ নেয়া সেনারা তাদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করা শুরু করেছেন।
শুক্রবার রাত থেকে অভ্যুত্থানের চেষ্টায় রাস্তায় নেমে আসে তুর্কি সেনারা। বিভিন্ন শহরের দখল নিতে থাকে তারা। কিন্তু তুর্কি সেনারা জনগণের বাধার মুখে পড়ে। অসম সাহসের পরিচয় দিয়ে তুরস্কের জনগণও নেমে আসেন রাস্তায় এবং প্রতিরোধ করতে থাকেন সেনাদের।
জনগণকে ঠেকাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোলাগুলি করতে থাকে সেনারা। এতে আজ সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, নিহত হয়েছেন ৬০ জন এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশর বেশি তুর্কি জনগণ।
এ দিকে সেনাদের এই অভ্যুত্থানের চেষ্টাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ‘বিশ্বাসঘাতকদের কাজ’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, এখনো তুরস্কের প্রেসিডেন্ট তিনিই এবং তার সরকারের হাতেই তুরস্কের ক্ষমতা।
ব্যর্থ অভ্যুত্থান চলার সময়ই নিখোঁজ হন দেশটির সেনাপ্রধান হুসলি আকার। তিনি পালিয়ে গেছেন, নাকি সরকারের পক্ষে নেয়া সেনাদের হাতে নিহত বা আটক হয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই পরিস্থিতি নতুন সেনা প্রধান নিয়োগ দিয়েছেন এরদোয়ান।
সুনিশ্চিত তথ্য মিলেনি অভ্যুত্থানকারীদের বিষয়েও। ঠিক কোনো সেনাদের দ্বারা এই অভ্যুত্থান চেষ্টার ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা শুরু করেছে এরদোয়ান সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে এমন খবর।
অভ্যুত্থান-চেষ্টা ব্যর্থ হওয়ার পিছনে অবিশ্বাস্য অবস্থান নিয়েছে এরদোয়ানের সমর্থকরা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ট্যাংকের সামনে খালি গাঁয়ে দাঁড়িয়ে আছেন একজন এরদোয়ান সমর্থক। বলা হচ্ছে, তুরস্কের জনগণের একান্ত প্রচেষ্টা এবং অসম সাহসের ফলেই গণতন্ত্র হারানোর মতো ভয়ানক পরিস্থিতি থেকে বেঁচে গেলো তুরস্ক।
বাংলাদেশ সময়: ১৪:৪১:১৭ ৪১৪ বার পঠিত