শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
ফ্রান্সে উৎসবে ট্রাক নিয়ে হামলা, নিহত ৮০
Home Page » প্রথমপাতা » ফ্রান্সে উৎসবে ট্রাক নিয়ে হামলা, নিহত ৮০বঙ্গ নিউজ:ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে উৎসব করতে জড়ো হওয়া মানুষের ভিতরে ট্রাক চালিয়ে দিয়েছেন এক চালক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৮০ জন। ওই চালককে গুলি হত্যা করেছে পুলিশ। এর আগে ট্রাক চালাতে চালাতে গুলি করেছেন ওই চালকও।
ফ্রান্স সরকার এই ঘটনাকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই প্রাথমিকভাবে চিহ্নিত করেছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কোনো গোষ্ঠিও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
জানা গেছে, বাস্তিল দিবস উপলক্ষ্যে আতশবাজির জন্যই নিস নামক শহরের একটি কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। এর মধ্যেই ৭০ টনেরও বেশি ওজনের একটি বিশাল ট্রাক ঢুকিয়ে দেন হামলাকারী চালক। কেউ কিছু বুঝে উঠার আগেই দ্রুত গতিতে জড়ো হওয়া মানুষের উপর হামলে পড়ে ট্রাককটি।
মুহূর্তের ছড়িয়ে পড়ে আতঙ্ক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেখানে উপস্থিত মানুষের বরাত দিয়ে বলছে, তারা নাকি গুলি করার শব্দও শুনেছেন এবং ৮০ জন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ আহত হওয়ার দাবিও করছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, নিহতের সংখ্যা আরো বাড়বে।
এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া আলন্দ। গত বছর প্যারিসে এক হামলায় ৩০ জন প্রাণ হারান। এরপর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর মধ্যেই এমন ঘটনা ঘটলো। ফ্রান্স সরকার প্রাথমিকভাবে মনে করছে, বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদ চলছে, এই ঘটনা তারই অংশ।
বাংলাদেশ সময়: ১২:২৪:২৮ ৩২৮ বার পঠিত