বুধবার, ১৩ জুলাই ২০১৬

রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি

Home Page » আজকের সকল পত্রিকা » রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি
বুধবার, ১৩ জুলাই ২০১৬



rampal_200_200.pngবঙ্গ-নিউজ:পরিবেশবাদীদের সাথে আলোচনার মধ্যেই রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই করল বাংলাদেশ। মঙ্গলবার রাতে, ভারত হেভী ইলেক্ট্রিক্যালস এর সাথে ওই চুক্তি করে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী লিমিটেড।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, যে কোন মূল্যেই সংক্ষিপ্ত সময় তথা ২০১৯ সালের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্র নির্মান শেষ করতে হবে।

জনাকীর্ন এই অনুষ্ঠানে, নির্মান চুক্তি সই হলো পরিবেশগত দিক দিয়ে ইতিহাসের সবচেয়ে আলোচিত প্রকল্পের।

ভারত ও বাংলাদেশ উভয় পক্ষ থেকে বলা হচ্ছে, রামপালের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ফলে পরিবেশের কোন ক্ষতি হবেনা। এজন্য বরাবরের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের কথাই উঠে এলো চুক্তি সই অনুষ্ঠানে।

এদিকে ঈদের আগেই এই প্রকল্প নিয়ে, পরিবেশবাদী এবং তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সাথে আলোচনা হয় সরকারের। সেই প্রসঙ্গ টেনে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবার খোলাসা করলেন নিজেদের অবস্থানের।

সরকারের সর্বোচ্চ অগ্রাধীকার বা ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকায় নাম আছে রামপালের। সেই বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলছেন, ২০১৯ সালের মধ্যে প্রকল্প শেষ করতে সব ধরনের সহায়তা দেবে সরকার।

অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গী হামলা নিয়েও কথা হয়। প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা মনে করেন, সন্ত্রাস আর ভয়ভীতি দিয়ে উন্নয়েনের অগ্রযাত্রা থামানো যাবেনা

বাংলাদেশ সময়: ২১:৫৫:১৩   ৪৮৩ বার পঠিত