বুধবার, ১৩ জুলাই ২০১৬
অতীত ভুলে হিলারিকে সমর্থন করলেন স্যান্ডার্স
Home Page » আজকের সকল পত্রিকা » অতীত ভুলে হিলারিকে সমর্থন করলেন স্যান্ডার্সবঙ্গ-নিউজ: বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স আনুষ্ঠানিকভাবে তাকে এনডোর্স (সমর্থন) করেছেন। এর আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বারাক ওবামাও হিলারিকে এনডোর্স করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, সবকিছু এই গতিতে চললে সাবেক ফাস্ট লেডি হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে হিলারির ক্যাম্পেইনে যোগ দিয়ে বার্নি স্যান্ডার্স এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘অতীত ভুলে এক সঙ্গে কাজ করতে হবে। আমার মতে হিলারিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট।’
যুক্তরাষ্ট্রের তারুণ্যের মধ্যে দারুণ জনপ্রিয় বার্নি স্যান্ডার্স। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা হারালেও ডেমোক্র্যাট দলের জয় নিশ্চিত করতেই এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। আজ আমি এখানে আপনাদের স্পষ্ট করে বলতে চাই কেনো হিলারিকে আমি এনডোর্স করছি। তাকে হতে হবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।’
তিনি বলেন, ‘প্রায় সাড়ে সাত বছর আগে আমরা কোথায় ছিলাম রিপাবলিকানরা সেটা ভুলে যেতে চায়। দেশের অর্থনীতি ছিলো সবচেয়ে মন্দা দশায়। সেখান থেকে আমরা অনেকটা এগিয়ে গেছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। সেজন্য প্রেসিডেন্ট ওবামা ধন্যবাদ পেতে পারে।’
হিলারিই সবচেয়ে যোগ্য প্রার্থী উল্লেখ করে স্যান্ডার্স বলেন, ‘আমাদের এগিয়ে যেতে এখনো আরও অনেক কিছু করার আছে। আমাদের অনেকেই এখনো অনেকে দারিদ্রতা, বৈষম্যের শিকার। অবহেলিতদের কিছু করার জন্য হিলারিই হচ্ছেন সবচেয়ে যোগ্য প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:১১ ৩৯৩ বার পঠিত