রবিবার, ১০ জুলাই ২০১৬
যুক্তরাষ্ট্রকে রাশিয়ার পাল্টা জবাব
Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রকে রাশিয়ার পাল্টা জবাববঙ্গ-নিউজঃ এবার যুক্তরাষ্ট্রের দুই কুটনীতিককে বহিস্কার করে ওয়াশিংটনকে পাল্টা জবাব দিলো মস্কো। গতকাল এক বিবৃতিতে মার্কিন দুই কুটনৈতিককে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।যুক্তরাষ্ট্রের ওই দুই কুটনীতিক বহিস্কারের কারণ জানিয়ে বিবৃতিতে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন,’সাধারণত নিজেদের কূটনীতিক পরিচয়ের সঙ্গে বেমানান কার্যকলাপের জন্যই মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এই দুইকর্মীকে বহিস্কার করা হয়েছে। এতে ভিন্ন কোন কারণ নেই।
বিবৃতিতে সের্গেই রিয়াবকভ আরো বলেন, ‘এর আগে বহিষ্কার হওয়া দুই কূটনীতিকের একজন মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে রুশ পুলিশের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছে এবং অপরজন সিআইএর এজেন্ট হিসেবে কাজ করার প্রমাণ পাওয়া গেছে।’
প্রসঙ্গত, গত ছয় জুন রাশিয়ার রাজধানী মস্কোয় মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় এক মার্কিন কর্মকর্তা এক রুশ পুলিশের হামলার শিকার হন। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর এই ঘটনার প্রেক্ষিতেই দুই রাশিয়ান দুই কূটনীতিককে বহিস্কার করে যুক্তরাষ্ট্র। তার পাল্ট জবাবি হিসেবেই এই দুই মার্কিন কুটনীতিককে বহিস্কার করা হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞগণ।
বাংলাদেশ সময়: ১১:৪০:০৬ ৪০১ বার পঠিত