বুধবার, ৬ জুলাই ২০১৬
জাতীয় ঈদগাহ ও মসজিদে শুধুমাত্র জায়নামাজ নেওয়া যাবে
Home Page » এক্সক্লুসিভ » জাতীয় ঈদগাহ ও মসজিদে শুধুমাত্র জায়নামাজ নেওয়া যাবেবঙ্গ-নিউজঃ জাতীয় ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের জামাতে অংশ্রগ্রহণ করতে আসা মুসল্লিরা শুধুমাত্র জায়নামাজ সঙ্গে আনতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া আজ মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান।
পুলিশ কমিশনার জননিরাপত্তার স্বার্থে মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহ জাতীয় ঈদগাহ ও মসজিদে আসতে বলেছেন। তিনি বলেন, ব্যাগসহ ঈদগাহ ময়দান ও জাতীয় মসজিদে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরো জানিয়েছেন জাতীয় ঈদগাহের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে মুসল্লিদেরকে প্রবেশ করানো হবে।
এছাড়া নগরবাসীর উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০:০২:৩৪ ৩৩৪ বার পঠিত