মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬
চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর ৭ জুলাই
Home Page » প্রথমপাতা » চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর ৭ জুলাইবঙ্গ-নিউজঃ ২৯ রামাদান শেষে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল নয়, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সাত জুলাই।বাংলাদেশ সরকার আজ (পাঁচ জুলাই) এক ঘোষণায় জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রামাদান মাস ৩০ দিনেরই হচ্ছে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে সাত জুলাই বৃহস্পতিবার।
এ দিকে গতকাল চাঁদ দেখা যায়নি সৌদি আরবেও। ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশেও আজ ঈদ উদযাপিত হয়নি। বাংলাদেশের সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর নতুন চাঁদ দেখা যায়। এবারও সেরকমই হতে যাচ্ছে।
এবারের ঈদের দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানা গেছে। আবহাওয়া যদি তারপরও অনূকুলে থাকে, তবে জাতীয় ঈদগাহে যথাসময়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এবার জাতীয় ঈদগাহে মোট পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ঈদের জামাতের কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসুল্লিদের নিশ্চিদ্র নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩২ ৪০৫ বার পঠিত