মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬
সন্তান নিখোঁজ হলে জানানোর পরামর্শ; র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ
Home Page » প্রথমপাতা » সন্তান নিখোঁজ হলে জানানোর পরামর্শ; র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদবঙ্গ-নিউজঃ সন্তান বাড়ি থেকে স্বেচ্ছায় নিখোঁজ হলে তা জানানোর পরামর্শ দিয়েছে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, ‘পরিবারের সন্তান নিখোঁজ হয়ে থাকলে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।’
একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকম সন্ত্রাসী তৎপরতা নজরে এলেও তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।
সম্প্রতি গুলশানের একটি স্প্যানিশ রেস্তোরাঁয় ঘটে যাওয়া ঘটনায় যে তরুণরা অংশগ্রহণ করে, তাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। এদের মধ্যে একজন বাড়ি থেকে যাওয়ার পাসপোর্ট নিয়ে গেলেও নিজের মোবাইল ও ব্যক্তিগত জিনিসপত্র রেখে যায় বলে জানিয়েছন বেনজির।
জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা বিষয়ে কাজ করার সময় সংবাদ মাধ্যমের সামনে এসব কথা বলেন বেনজির আহমেদ।
বাংলাদেশ সময়: ০:০৪:০২ ৩৭৮ বার পঠিত