মঙ্গলবার, ২৮ জুন ২০১৬

এবছরও থাকছে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা

Home Page » শিক্ষাঙ্গন » এবছরও থাকছে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা
মঙ্গলবার, ২৮ জুন ২০১৬



এবছরও থাকছে পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা

বঙ্গ-নিউজঃ

বরাবরের মতো পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলবে। পঞ্চম শ্রেণির পরিবর্তে অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর প্রস্তাব আরও পরীক্ষানিরীক্ষা করতে বলেছে মন্ত্রিসভা ।

সোমবার জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘অষ্টম শ্রেণিতে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা পদ্ধতি চালু পূর্বক পঞ্চম শ্রেণি পর্যায়ে বিদ্যমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পদ্ধতি বাতিলকরণের’ এই প্রস্তাব তোলা হলে তা ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিতভাবে ফের মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে। মন্ত্রিসভায় এটা অনুমোদন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি বহাল থাকবে।

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার।

বাংলাদেশ সময়: ০:৫৩:১৩   ৪১৪ বার পঠিত