সোমবার, ২৭ জুন ২০১৬
ফয়সাল হাবিব সানির কবিতা ‘মহাকাব্য’
Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানির কবিতা ‘মহাকাব্য’হে, মহাকাব্য!অার কতোকাল নীরব থাকব?
কতোকাল অার সন্ত্রস্ততায়,
কালের নিঃসঙ্গতায়,
ধ্বংসখেলা হবে পক্ত!
অারও কতো মানুষ মরবে,
অকাতরে ঝরবে রক্ত!!
অারও কতো যুদ্ধ, অারও কতো
দানবের কালো নখড়ের হিংস্রতা;
হে, মহাকাব্য! উত্তর কি দেবে তা?
…… …… ……
তবু, মহাকাব্য!
অাজ শুধু হাঁসব;
তুমি হয়ে উঠো অাজ এই বিশ্বমাঝ
বিদ্রোহী এক বর্ম,
`অাজ মৃত্যু, নয়তো জন্ম’।
বাংলাদেশ সময়: ১০:০৫:১৩ ৩৯৭ বার পঠিত