রবিবার, ২৬ জুন ২০১৬
ওয়েলস-পোল্যান্ডের সঙ্গে শেষ আটে পর্তুগাল
Home Page » খেলা » ওয়েলস-পোল্যান্ডের সঙ্গে শেষ আটে পর্তুগালবঙ্গ-নিউজঃ
অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। রোনালদোর সহায়তায় গোলটি করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রিকার্ডো কারেসমা।
গতকাল শনিবার ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচের ১১৬ মিনিট কেটেছে গোলের অপেক্ষায়। আক্রমণ প্রতি আক্রমণ সবই হয়েছে, শুধু গোলটাই হয়নি।
৯০ মিনিটের পর অতিরিক্ত আধ ঘণ্টার খেলাও যখন প্রায় শেষের দিকে, তখন বদলি মিডফিল্ডার রিকোর্ডো কোয়ারেসমার গোলে জয় পায় পর্তুগাল।
পাল্টা আক্রমণ থেকেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া এই গোলের জন্ম। রোনাল্ডোর শট কোনো রকমে ঠেকিয়ে দিয়েছিলেন ক্রোয়াট গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।
কিন্তু ফাঁকায় দাঁড়িয়ে থাকা রিকার্ডো কোয়ারেসমার হেড কারও পক্ষে ঠেকানো সম্ভব হয়নি। আর এই গোলটিই কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে রোনাল্ডোদের।
এর আগে শেষ আট নিশ্চিত করেছে পোল্যান্ড ও গ্যারেথ বেলের ওয়েলস। নাটকীয়তায় ভরা ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পোল্যান্ড।
অন্যদিকে দিনের পরের ম্যাচে ৭৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ আটে পৌঁছে যায় ওয়েলস। গোলে অবশ্য শটটি নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। প্রথমবারের মতো ইউরো খেলতে এসে শেষ আটে পৌঁছে ইতিহাস গড়লেন গ্যারেথ বেল-অ্যারন রামসেরা।
বাংলাদেশ সময়: ১১:৫২:৫৮ ৩৭১ বার পঠিত