রবিবার, ২৬ জুন ২০১৬

সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়

Home Page » এক্সক্লুসিভ » সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়
রবিবার, ২৬ জুন ২০১৬



cyber-crime-bill-pakistan-anusha-rehman.jpg

করবী ঘোষ; বঙ্গ-নিউজঃ জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রতি ২০ সেকন্ডে একটি সাইবার অপরাধ সংঘটিত হয়। তথ্য চুরি, ছবি নিয়ে বিকৃত করে ইন্টারনেটে ছাড়ার হুমকি,ফেসবুক আই ডি হ্যাক হওয়া, প্রভৃতি সাইবার অপরাধের শিকার হওয়া মানুষের সংখ্যা অসংখ্য। অনেকেই আইনি জটিলতায় যেতে চান না কিংবা সম্মানহানীর ভয়ে অপরাধীর সাথে টাকায় চুক্তিবদ্ধ হন। সাইবার অপরাধের শিকার হওয়া থেকে বিরত থাকতে ব্যাক্তিগত ইলেক্ট্রনিক ডিভাইস বিশেষভাবে সংরক্ষন করা উচিত। তাছাড়া অপরাধীর সাথে অর্থের অঙ্কে যুক্ত হওয়া কোন সচেতন ব্যাক্তির কাজ নয়, সাইবার অপরাধের শিকার হলে আপনি পেতে পারেন নিম্নোক্ত আইনি সহায়তা_

সাইবার অপরাধ প্রতিরোধে প্রশাসনিক ব্যাবস্থা,

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬(২০১৩ সংশোধিত)

১।কম্পিউটারে যে কোন তথ্য চুরি অথবা বিকৃতি ঘটালে অনধিক ১৪ বছরের এবং অনুন্য ৭ বছর কারাদন্ডে বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

২।কম্পিউটার হ্যাকিং তথা কারো অনুমতি ব্যাতিত যে কোন ইলেক্ট্রনিক আই,ডি, তে প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং অনুন্য ৭ বছর কারাদন্ডে বা অনধিক ১ কোটি টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

৩।যেকোন ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর বক্তব্য প্রকাশে ছবি প্রকাশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং অনুন্য ৭ বছর কারাদন্ডে বা অনধিক ১ কোটি টাকা অর্থদন্ডে হইবেন।

৪।অনুমতি ব্যাতীত যেকোন সংরক্ষিত সিস্টেমে কোন ব্যাক্তি প্রবেশ করলে তিনি অনধিক ১৪ বছরের এবং অনুন্য ৭ বছর কারাদন্ডে বা অনধিক ১০ লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

বাংলাদেশ সময়: ০:০১:৫১   ৫৫৫ বার পঠিত