শনিবার, ২৫ জুন ২০১৬

৩ মাস পরও বিচার হয়নি তনু হত্যার

Home Page » বিবিধ » ৩ মাস পরও বিচার হয়নি তনু হত্যার
শনিবার, ২৫ জুন ২০১৬



1459292743.jpg

করবী ঘোষ;বঙ্গ-নিউজঃ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগীজাহান তনু, তাকে খুন করা হয় গত ২০ মার্চ। সেদিন রাতেই তার লাশ উদ্ধার করা হয় কুমিল্লা সেনানিবাসের ঝোপ থেকে। মেয়েটি খুন হওয়ার ৩মাস পার হয়েছে, এখনও তদন্তে নেই কোন অগ্রগতি। সি আই ডি জানিয়েছে, তারা কিছু তথ্য পেয়েছেন, কিছু ব্যাক্তি সন্দেহের তালিকায় আছে এবং এই হত্যাকান্ডের সুরাহা করার ব্যাপারে তারা আশাবাদী।ময়নাতদন্তের রির্পোট সংক্রান্ত জটিলতা দেখা দেয় । রির্পোটে মৃত্যুর কারণ ও ধর্ষন সম্পর্কিত সঠিক তথ্য না দেওয়ায় চিকিৎসকদের অবহেলা প্রকাশ পায় এবং দ্বিতীয়বার এ উদ্দেশ্যে কবর থেকে লাশ উঠানো হয়। তনুর পরিবারের দেওয়া তথ্যমতে, সার্জেন্ট জাহিদ ও সিপাহী জাহিদ নামে দুই সেনা সদস্যের এ ঘটনার সাথে যুক্ত আছে। এদিকেও তদন্তের অগ্রগতি না থাকার কারন হিসাবে সংশ্লিস্ট কর্মকর্তারা সংরক্ষিত এলাকা এবং সোর্স ব্যবহার না করতে পারা কে দ্বায়ী করেন। এভাবেই একটি অগ্রগতিহীন মামলা হিসাবে রাখা হয়েছে ‘তনু হত্যাকান্ড’ কে, ৩মাস পরও বিচার হয়নি তনু হত্যার।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪০   ৪৫২ বার পঠিত