শনিবার, ২৫ জুন ২০১৬
এআইআইবির প্রথম ঋণ পাচ্ছে বাংলাদেশ
Home Page » অর্থ ও বানিজ্য » এআইআইবির প্রথম ঋণ পাচ্ছে বাংলাদেশবঙ্গ-নিউজঃ :
প্রতিশ্রুতি অনুযায়ী গুরুত্বপূর্ণ উদ্যোক্তা বাংলাদেশকে প্রথম ঋণ দিচ্ছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে গড়ে ওঠা শুক্রবার চীনভিত্তিক ব্যাংকটির পরিচালনা পর্ষদ চার দেশের চারটি প্রকল্পের জন্য ৫০ কোটি ৯০ লাখ ডলারের ঋণগুচ্ছ অনুমোদন করেছে। তার মধ্যে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পও রয়েছে।
এই সাড়ে ১৬ কোটি ডলার ব্যয় করা হবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে।
এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এআইআইবি উদ্বোধনের মাত্র ছয় মাস পর ঋণের প্রথম গুচ্ছ অনুমোদন করেছে আজ।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:০১ ৪০২ বার পঠিত