শনিবার, ২৫ জুন ২০১৬
সরকার জঙ্গিবাদকে টিকিয়ে রেখেছে: মোশাররফ
Home Page » আজকের সকল পত্রিকা » সরকার জঙ্গিবাদকে টিকিয়ে রেখেছে: মোশাররফ
সরকার নিজেদের স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদকে টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এদেরকে টিকিয়ে রেখে সরকার বিশ্ববাসীর কাছে প্রচার করতে চায় যে দেশে জঙ্গি আছে এবং এদের দমনে এই সরকারকেই প্রয়োজন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খ্যাতিমান শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞার স্মরণসভায় তিনি একথা বলেন। স্বাধীনতা ফোরাম এ সভার আয়োজন করে।
‘অনির্বাচিত সরকার’ ক্ষমতায় টিকে থাকার জন্য ভীত হয়ে সাঁড়াশি অভিযানের নামে গ্রেপ্তার বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা ।
তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব আজ হুমকির মুখে, তাইতো বাংলাদেশের সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি পাশ্ববর্তী দেশের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে । যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে সেটা পরে অস্বীকার করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকমল বড়ুয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৭ ৪২৪ বার পঠিত