বুধবার, ২২ জুন ২০১৬

বই পড়ার কোনো বিকল্প নেই

Home Page » শিক্ষাঙ্গন » বই পড়ার কোনো বিকল্প নেই
বুধবার, ২২ জুন ২০১৬



বই পড়ার কোনো বিকল্প নেই

বঙ্গ-নিউজঃ

জ্ঞানই শক্তি। এই শক্তি শারীরিক শক্তি নয়, এটা মানসিক শক্তি। মানসিক শক্তি অর্জন করতে চাইলে বই পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে,ইদানীংকালে আমাদের অনেকের মধ্যেই বই পড়ার আগ্রহ কমে গেছে। নাগরিক ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই বই পড়ার জন্য সময় বের করা হয়তো সম্ভব হয় না। এ ছাড়া ইলেক্ট্রনিক মিডিয়ার কারণে খুব সহজেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর বা নানা ঘটনা তাত্ক্ষণিকভাবে অবহিত হওয়া যায়। ছাত্রছাত্রীরা এখন তাদের মূল পাঠ্যবইয়ের বাইরের বই তেমন একটা পাঠ করতে চায় না। টেলিভিশন বা ইন্টারনেটের কারণে তারা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত বিনোদন লাভ করছে। ফলে তারা কষ্ট করে বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। অনেকেই মনে করেন,আগামীতে হয়তো এমন দিনও আসতে পারে যখন কোনো মুদ্রিত বই থাকবে না। কিন্তু তাদের এই ধারণা মোটেও সঠিক নয়। কারণ ইলেক্ট্রনিক মিডিয়া বা ইন্টারনেট কখনোই মুদ্রিত বইয়ের বিকল্প হতে পারে না। তাই বলা যেতে পারে,আগামীতেও গুণগত মান সম্পন্ন বই স্বমহিমায় অবস্থান করবে।

‘বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না’-এই আপ্ত বাক্যটি স্মরণে রেখে আসুন সবাই বেশি বেশি করে বই পড়ি। বই আমাদের দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সহায়তা করবে। একজন প্রকৃত জ্ঞানী মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে বই। আসুন আমরা আগামী প্রজন্মের হাতে বই তুলে দিই। বিভিন্ন অনুষ্ঠানে উপহার হিসেবে বই প্রদান করি।

বাংলাদেশ সময়: ১০:১০:৪৫   ৩৬১ বার পঠিত