বুধবার, ২২ জুন ২০১৬
‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপে
Home Page » এক্সক্লুসিভ » ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার সন্দ্বীপেবঙ্গ-নিউজঃ :
চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় বাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষকের নানারকম খেলাধুলা। প্রতিবারের মতো এবার অনুষ্ঠানে যুক্ত হয়েছে নতুন বিষয় ও নতুন অনেক খেলা। এটি পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
তিনি বলেন, ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের ভেতর দিয়ে প্রতি বছরই উঠে আসে দেশের একেকটি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ঐতিহ্য, জীবন-জীবিকা ও সংস্কৃতির গল্প। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করি গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততায়। একেকটি আয়োজনকে ঘিরে কয়েকদিনের জন্য একেকটি গ্রাম যেন পরিণত হয় ‘কৃষকের ঈদ আনন্দ গ্রামে’। প্রতিবারের মতো এবারের আয়োজনেও রয়েছে চিত্তাকর্ষক গ্রামীণ খেলাধুলা।
‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১:১৭:৩০ ৪০৭ বার পঠিত