মঙ্গলবার, ২১ জুন ২০১৬
হোয়াটস অ্যাপে দুরন্ত ১০ ফিচার
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হোয়াটস অ্যাপে দুরন্ত ১০ ফিচারবঙ্গ-নিউজঃ
বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে এসএমএস, ছবি, ভিডিও এবং অডিও ফাইল আদান-প্রদানের সুবিধা দিয়ে শীর্ষে আছে অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপ। সম্প্রতি বিনা মূল্যের অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। এবার হোয়াটস অ্যাপ কিছু নতুন ফিচার নিয়ে এসেছে যাতে ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে। নানা সুবিধার পাশাপাশি ডেটা খরচ কমানো যাবে। সেই সাথে মিলবে গোপনীয়তা।
কেউ জানতে পারবে না আপনি শেষ কখন হোয়াটস অ্যাপ চেক করেছেন। এখন যে last seen সময়টা দেখা যায় এবার সেটা চাইলে বন্ধ করে দেওয়া যাবে। প্রাইভেসি সেটিংস-এ গিয়ে বদলাতে হবে।
যাদের সঙ্গে আপনি বার বার হোয়াটস অ্যাপে চ্যাট করেন তাদের অ্যাকাউন্ট আলাদা করে শর্টকাট হিসেব সেভ করে রাখা যাবে। যার অ্যাকাউন্ট করতে চান তার নামের উপরে কিছুক্ষণ হাত দিয়ে রাখলেই অপশন পাওয়া যাবে।
আপনার পাঠানো মেসেজ কে পড়েছেন, কখন পড়েছেন সব জানা যাবে এবার। না সবুজ টিক চিহ্ন নয়, এবার মেসেজের উপরে কিছুক্ষণ চেপে ধরে রাখলেই বিস্তারিত দেখা যাবে।
এবার আপনি সহজেই জেনে যাবেন বন্ধুরা কখন ঠিক কোন জায়াগায় আছেন। কেউ আপনাকে চাইলেও আর ঠকাতে পারবে না।
হোয়াটস অ্যাপে সকলেরই একাধিক গ্রুপ থাকে। এবার প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা রিং টোন সেট করা যাবে। আওয়াজ শুনেই বোঝা যাবে কোন গ্রুপ থেক মেসেজ এল।
হোয়াটস অ্যাপের মাধ্যমে ইন্টারনেট খরচ এবার চাইলেই কমানো যাবে। সেটিংস-এ গিয়ে ডাটা ইউজেস লিমিট সেট করে রাখা যাবে।
হোয়াটস অ্যাপের দৌলতে কোনও ফোন নম্বর হারিয়ে ফেলার দিন এবার শেষ। ফোন বদলালেও হোয়াটস অ্যাপ পুরনো বন্ধুদের নাম, নম্বর সেভ করে রাখবে।
পছন্দের এবং প্রয়োজনীয় মেসেজ আপনি স্টার মার্ক করে রাখতে পারবেন। অনেক মেসেজের মধ্য থেকে খুজতে হবে না। সহজেই পেয়ে যাবেন।
গোপনীয়তা রাখতে চ্যাট পেজ না খুলেই এবার রিপ্লাই দেওয়া যাবে। ভিড় ট্রেন-বাসের মধ্যে এবার চালাতে পারবেন আপনার ব্যক্তিগত কথাবার্তা।
এখন আর একই ফন্টে সব মেসেজ পাঠাতে হবে না। ইচ্ছা মতো মেসেজের কোনও অংশ বোল্ড বা ইটালিক করা যাবে।
বাংলাদেশ সময়: ১২:৫৪:৪৯ ৩৩৬ বার পঠিত