রবিবার, ১৯ জুন ২০১৬
খরা কাটাতে চীন থেকে ‘মেঘ’ কিনছে ভারত
Home Page » আজকের সকল পত্রিকা » খরা কাটাতে চীন থেকে ‘মেঘ’ কিনছে ভারতবঙ্গ-নিউজঃ গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই ভারতের অনেক রাজ্য ব্যাপক খরার কবলে। কোন কোন রাজ্যে রেকর্ড করা হয়েছে দেশটির স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা। খরা কাটাতে চীনের কাছ থেকে ‘মেঘ’ কেনার কথা ভাবছে চীন।
মেঘ বিক্রি বলতে, চীন তাদের আকাশ থেকে মেঘমালা নিয়ে আসবে ভারতে; এমনটা আবার ভাববেন না। চীন মূলত আকাশের মেঘে চিড় ধরিয়ে কীভাবে বৃষ্টিপাত ঘটানো যায় সেই প্রযুক্তি বিক্রি করবে ভারতের কাছে। সম্প্রতি চীনা পর্যবেক্ষক দল ভারতের কয়েকটি রাজ্যও ঘুরে গেছেন।
জানা যায়, চীন বিলম্বিত বর্ষা বা খরায় তাদের ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানোর প্রযুক্তি আবিস্কার করেছে। বৃষ্টি নামানোর এই প্রযুক্তি দেশটির মহারাষ্ট্রে কাজে লাগানো হতে পারে। আর সেটা সম্ভব হলে খরায় চৌচির হয়ে যাওয়া মাঠ-ঘাটে প্রাণ ফিরে আসবে।
ভারতীয় গণমাধ্যম বলছে, চীনের বিজ্ঞানীরা কয়েকদিন আগে মহারাষ্ট্রের মরাঠাওয়াড়ায় মেঘ ‘বানানোর’ প্রযুক্তি সরবরাহ করার জন্য ভারত ঘুরে গেছেন। চীনা বিজ্ঞানীরা প্রদেশটির আবহাওয়া দফতরের কর্তাদের মেঘ গলিয়ে বৃষ্টি নামানোর প্রযুক্তি শেখাবেন।
চীন বলছে, আকাশে রকেট পাঠিয়ে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড লবণ দিয়ে মেঘকে পানিতে পরিণত করা যায়। সেই প্রযুক্তির সাহায্য নিয়ে চীনের দারস্থ হয়েছে ভারত। দেখা যাক, মহারাষ্ট্রে এবার খরা কাটে কি না।
বাংলাদেশ সময়: ২২:৫০:২৩ ১৭০৮ বার পঠিত