রবিবার, ১৯ জুন ২০১৬

এক পারা কোরআন তেলাওয়াতের বিনিময় দুই লিটার তেল!

Home Page » এক্সক্লুসিভ » এক পারা কোরআন তেলাওয়াতের বিনিময় দুই লিটার তেল!
রবিবার, ১৯ জুন ২০১৬



reading-quran.jpgঙ্গ-নিউজ:চলছে মুসলমানদের পবিত্র মাস রামাদান। পবিত্র এই মাসকে উপলক্ষ্য করে অভিনব এক ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান। ঘোষণাটি হলো ফিলিং স্টেশনে এক পারা কোরআন তেলাওয়াত করলে বিনামূল্যে দেয়া হবে দুই লিটার জ্বালানি তেল!
অফারটি ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে দেশটির মোটরসাইকেল আরোহীদের মধ্যে। তারা পাম্পে দীর্ঘ লাইনে দাড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের বিনিময়ে বিনা পয়সায় জ্বালানি তেল সংগ্রহ করছেন। প্রতিষ্ঠানটির পাম্পগুলোতে এখন দীর্ঘ লাইনই চোখে পড়ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

ইতোমধ্যে এই অফার বাস্তবায়িত করতে দেশের সব পেট্রোলপাম্প বা গ্যাস স্টেশনগুলোতে কোরআন তেলাওয়াত করার আলাদা ঘর স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। এতে করে অফার গ্রহণ করতে আসা মোটরসাইকেল মালিকরা আরামে বসে কোরআন তেলাওয়াত করতে পারছেন। আর এক অধ্যায় কোরআন পড়ে মোট দুই লিটার তেল ফ্রি নিয়ে নিচ্ছেন।

এভাবে বিনা পয়সায় জ্বালানি দেয়া প্রতিষ্ঠানটি বলছে, পবিত্র রামাদান মাসে ইন্দোনেশিয়ার মুসলিমদের ইবাদতের প্রতি আকর্ষিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ

বাংলাদেশ সময়: ২২:৪৫:২১   ৪১৪ বার পঠিত