রবিবার, ১৯ জুন ২০১৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ অক্টোবর
Home Page » শিক্ষাঙ্গন » রাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ অক্টোবরবঙ্গ-নিউজঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
এবার ভর্তি পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে না।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মসিহুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খুব শিগগির আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার (একাডেমিক) আসলাম হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে পাস করা শিক্ষার্থীরাই শুধু অংশগ্রহণ করতে পারবেন। ২০১৫ সালে পাস শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না, শুধু নতুনরাই অংশগ্রহণ করতে পারবেন।’
বাংলাদেশ সময়: ৯:৫৭:৩২ ৪১০ বার পঠিত