রবিবার, ১৯ জুন ২০১৬
উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের পুকুরে বিপুল অস্ত্র উদ্ধার
Home Page » জাতীয় » উত্তরায় বৌদ্ধ মন্দিরের পাশের পুকুরে বিপুল অস্ত্র উদ্ধারবঙ্গ-নিউজঃ উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল অস্ত্র উদ্ধার করেছে। এখন পর্যন্ত অভিযানে ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগজিন, ১০০০ রাউন্ড গুলি ও ১১টি বেয়নেট উদ্ধার করেছে। তুরাগ থানা পুলিশের ডাকে শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে অভিযানে যায়।ঘটনাস্থল থেকে তুরাগ থানার ওসি মাহবুব-এ-খুদা বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ১০-১২ জন পুলিশ সদস্য।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ১০৮টি চাইনিজ পিস্তল, ২৫৫টি ম্যাগজিন, এক হাজার রাউন্ড গুলি ও ১১টি বেয়নেট রয়েছে। তুরাগ থানার তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ২টায় এই অভিযান শুরু করা হয়েছে, যা এখনো চলছে।
পুলিশের সহকারী কমিশনার হাফিজুর রহমান বলেন, যে ম্যাগজিনগুলো পাওয়া গেছে তার মধ্যে ২২০টি এসএমজির; পিস্তলগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় থানা পুলিশও অভিযানে রয়েছে।
বাংলাদেশ সময়: ০:৪২:৩৯ ৩১২ বার পঠিত