শনিবার, ১৮ জুন ২০১৬

উন্মাদ

Home Page » সাহিত্য » উন্মাদ
শনিবার, ১৮ জুন ২০১৬



এক বসন্ত দিনে
তাকিয়ে ছিলাম তুমার পানে
দৃষ্টি সরাতে পারিনি
তাকিয়ে থেকেছি কাঙালের মতো
মন ভোরে তৃপ্তি নিয়েছে আমার তৃষার্ত চোখ
তুমার দু চোখে।

তোমার ফর্সা হাসি মুখ
আমার নীরব চেয়ে থাকা
প্রেমের তুলিতে ছবি আঁকা
তোমার গোলাপি ফুলান ঠোঁট
মনেতে আমার দিয়েছিলো চোট
আজও তোমার ভালোবাসা অটুট

তোমার বাতাসে উড়া চুল
আমায় করেছিল বাতুল
তাই আজও আমি উন্মাদ
উন্মাদ হয়েই থাকতে চাই তুমাকে ভালবেসে।

লেখকঃ লুৎফর রহমান হিমেল।

শিক্ষার্থীঃ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।

img-20160525-wa0009.jpg

বাংলাদেশ সময়: ২০:০২:১২   ৩৮৯ বার পঠিত