বুধবার, ১৫ জুন ২০১৬

ব্রিটেনের রানির হাতব্যাগে যা থাকে

Home Page » ফিচার » ব্রিটেনের রানির হাতব্যাগে যা থাকে
বুধবার, ১৫ জুন ২০১৬



queen_elizabeth_16308_1465989350.jpgবঙ্গ-নিউজঃ ব্রিটেনের রানি এলিজাবেথকে কখনোই তার হাতব্যাগ ছাড়া থাকতে দেখা যায় না। তা কোনও পার্টি হোক বা মিটিং, মানানসই হাতব্যাগ সব সময় তার বাম হাতের দখলে থাকবেই। এমনকি, ৯০তম জন্মদিনেও তাকে হাতব্যাগ নিয়ে দেখা গিয়েছে।অথচ, আমার-আপনার মতো কোথাও যাতায়াতের জন্য তার টাকা তো লাগে না। নিজের গাড়িতেই যাতায়াত করেন তিনি। তার উপর দিনভর তার প্রয়োজনীয় বিষয়ে দেখভালের জন্য আলাদা লোকও রয়েছে। আবার আমার-আপনার মতো খাবার, পানির বোতল এ সবও ব্যাগে ভরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তার। তা হলে তিনি অহেতুক হাতব্যাগ বয়ে বেড়ান কেন? কী এমন আছে তার ওই ব্যাগের মধ্যে?

তবে রানির হাতব্যাগের রহস্যভেদ করাই যাক। ২০১২ সালে রাজ পরিবারের বায়োগ্রাফার স্যালি বেদেল স্মিথের হাত ধরেই এই রহস্যের কিনারা হয়।

জানা যায়, রাণীর ব্যাগে থাকে তার পছন্দের ব্রান্ডের একটি লিপস্টিক। যেটি দিয়ে মাঝে মধ্যেই তাকে ঠোট রাঙাতে দেখা যায়। আর থাকে একটি ছোট আয়না, চিরুনি, ৫ পাউন্ডের একটি নোট, একটি মোবাইল, চশমা, মিন্ট লজেন্স, ঝর্নাকলম আর একটি হুক। নিজের চেয়ারে বসার পরে টেবিলের নীচে এই হুকেই ব্যাগটি ঝুলিয়ে রাখেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৯   ৩৫৬ বার পঠিত