বুধবার, ১৫ জুন ২০১৬

এবার জনপ্রতি ফিতরা দিতে হবে ৬৫ টাকা

Home Page » এক্সক্লুসিভ » এবার জনপ্রতি ফিতরা দিতে হবে ৬৫ টাকা
বুধবার, ১৫ জুন ২০১৬



sadkatul-fitr-2016-per-head-65-taka.jpgবঙ্গ-নিউজঃ ঈদুল ফিতরের নামাজের আগে সামর্থবানদের গরীবদের জন্য ফিতরা প্রদান করতে হয়। ইসলাম ধর্ম মতে, ফিতরা আদায় করা সামর্থবান মুসলমানদের জন্য ওয়াজিব। চলতি বছর বাজারে গম-আটার দাম বিবেচনা করে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা।
বুধবার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সভা শেষে ফাউন্ডেশনের পরিচালক আব্দুস ছালাম সাংবাদিকদের এই তথ্য জানান। গত বছর এই ফিতরার মূল্যমান ছিল ৬০ টাকা, তার আগের বছর ছিল ৬৫ টাকা।

জানা যায়, ফিতরা পরিমাণটা নির্ধারণ হয় গম বা আটার ১ কেজি ৬৫০ গ্রাম সমমূল্য অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যব-এর যেকোন একটির ৩ কেজি ৩০০ গ্রামের সমমূল্য টাকা। এই টাকা মূলত গরীব-দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, “হিসাব অনুযায়ি, চলতি বছর ঈদুল ফিতরে ৬৫ টাকা শুরু করে সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েে নির্ধারণ করা হয়েছে”।

সভায় সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম। নির্ধারণী কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪৩   ৩৮২ বার পঠিত