বুধবার, ১৫ জুন ২০১৬
বিশ্ববিদ্যালয়সমূহে বাংলা ও ইতিহাস কোর্স চালুর বিষয়ে ইউজিসি’র সিদ্ধান্ত
Home Page » শিক্ষাঙ্গন » বিশ্ববিদ্যালয়সমূহে বাংলা ও ইতিহাস কোর্স চালুর বিষয়ে ইউজিসি’র সিদ্ধান্তবঙ্গ-নিউজঃ
বঙ্গ-নিউজঃ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক কোর্স চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই কোর্স দুটি ‘বাংলাদেশ স্টাডিজে’র বিকল্প হবে না বলেও সিদ্ধান্ত হয়।
সোমবার ইউজিসি কার্যালয়ে কমিশনের ১৪৪তম পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন।
সভায়, যে সকল বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী অধ্যয়ন করছে সক্ষমতা সাপেক্ষে সে সকল বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত বিষয়ে বাংলার বিকল্প হিসেবে অন্য কোন বিদেশী ভাষায়ও কোর্স চালু করা যেতে পারে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সকল বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১২:০৬:০৭ ৩৭৪ বার পঠিত