বুধবার, ১৫ জুন ২০১৬
আইফোন জবসের আবিষ্কার নয়!
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » আইফোন জবসের আবিষ্কার নয়!
বঙ্গ-নিউজঃ দুনিয়া কাঁপানো আইফোন আসলে স্টিভ জবসের আবিষ্কার নয়! এমনই এক মন্তব্য করে সবাইকে চমকে দিলেন মার্কিন সিনেটর ন্যান্সি পোলসি।
সম্প্রতি ওয়াশিংটনে এক কনভেনশনে পোলসি বলেন, ‘আইফোন তৈরি করেছে ফেডারেল সরকার! স্টিভ জবস কিংবা অ্যাপল আইফোন আবিষ্কার করেনি।
কেন এরকম কথা বলছেন পোলসি? তার মতে, মোবাইলের ক্যামেরা, স্ক্রিন-সহ অন্যান্য ফিচারগুলি যুক্তরাষ্ট্রীয় গবেষণার ফল। সেইসব ফিচার অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন জবস।
সিনেটরের ওই কথা শুনে চমকে যান কনভেনশনে আগত মানুষজন। পোলসি তাতেও দমে যাননি। নিজের আইফোনটি তুলে ধরে পোলসি বলেন, আমেরিকায় গবেষণাক্ষেত্রে পুরো টাকাটাই দেয় ফেডারেল সরকার। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স ইন আমেরিকা-র নথি ঘেঁটে দেখুন। আপনাদের কাছে সবটাই স্পষ্ট হয়ে যাবে।
ওই প্রতিষ্ঠানের মতে, স্টিভ জবস শুধু আইফোনের বিভিন্ন ফিচার সমন্বিত করেছিলেন মাত্র। কোনো কিছু আবিষ্কার করেননি।
বাংলাদেশ সময়: ১২:০২:৪২ ৩৮৬ বার পঠিত