সোমবার, ১৩ জুন ২০১৬

যুক্তি–তর্কে তথ্যপ্রযুক্তি

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » যুক্তি–তর্কে তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৩ জুন ২০১৬



বিজয়ী দলের তিন সদস্য l ছবি: সংগৃহীতবঙ্গ-নিউজঃ মঞ্চ তখন রীতিমতো যুদ্ধক্ষেত্র! এক পক্ষ অন্য পক্ষকে ধরাশায়ী করার সে কী চেষ্টা! কিন্তু দুপক্ষই যেন সমানে সমান। তবে সে যুদ্ধে অস্ত্র ছিল যুক্তি। আর অস্ত্রের গোলাবারুদ তথ্যপ্রযুক্তি! জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বের বিতর্ক সত্যিই জমে উঠেছিল। সংসদীয় ধারার এ বিতর্কের বিষয় ছিল ‘ডিজিটাল বাংলাদেশই সোনার বাংলাদেশ’। সোনার বাংলাদেশ বলতে যে ডিজিটাল বাংলাদেশই বোঝায় সরকারি দল তা-ই তথ্য ও যুক্তির মিশেলে প্রমাণ করার চেষ্টা করছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘বুয়েট নান্দনিক’। বিরোধী দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) হাজির সরকারি দলের বক্তব্যের পাল্টা যুক্তি নিয়ে। সে দলের এহসানুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নয়, আমরা মনে করি স্বনির্ভর বাংলাদেশই সোনার বাংলাদেশ।’
এভাবেই চলতে থাকে যুক্তি-পাল্টাযুক্তি। আর তথ্য-যুক্তির লড়াইয়ে বুয়েটকে হারিয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ দলের তিনজন সদস্য হলেন এহসান রহমান, মাহবুবুল ইসলাম ও ইথার আদিব রহমান। দলের অন্য সদস্যরা হলেন মিরাজুল ইসলাম, তৌহিদুর রহমান, আহমেদ রাশীক। বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৪ জুন অনুষ্ঠিত হয় তথ্যপ্রযুক্তি নিয়ে এ বিতর্ক উৎসব।
চূড়ান্ত প্রতিযোগিতার আগে ২ জুন থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় প্রতিযোগিতা। এই পর্বগুলো অনুষ্ঠিত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাঘা বাঘা বিতার্কিকের মধ্যে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ আশিফ। তবে চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মাহবুবুল ইসলাম।
শুধু বিতর্ক নয়, পুরস্কারের দিক থেকেও এ আয়োজন ছিল অনন্য। কারণ চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে পুরস্কার হিসেবে স্মারক ছাড়াও পেয়েছেন একটি করে ম্যাকবুক। রানারআপ দলের তিন বিতার্কিক পেয়েছেন একটি করে আইফোন। শুধু বিজয়ী ও রানারআপ দলই নয়, সারা দেশের ১৬টি আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন বিতার্কিকের হাতেও তুলে দেওয়া হয় একটি করে ল্যাপটপ। এ ছাড়া রানাআপ দলের প্রত্যেক সদস্য পান স্মার্টফোন।
পুরস্কার হাতে বিজয়ী দলের উচ্ছ্বসিত মাহবুবুল ইসলাম বলেন, ‘এত দামি পুরস্কার আগে কোনো বিতর্ক প্রতিযোগিতায় পাইনি।’
তথ্য, যুক্তি, প্রযুক্তি-এই তিনে মিলেই জাতীয় তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন। গত বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই বিতর্ক উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার যুক্ত ছিল বিতর্ক আয়োজনে।

বাংলাদেশ সময়: ১১:০২:১৩   ৪৪২ বার পঠিত