রবিবার, ১২ জুন ২০১৬
ফুটওভারব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার
Home Page » বিবিধ » ফুটওভারব্রিজ থাকতেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারকরবী ঘোষ;বঙ্গ-নিউজঃসড়ক যোগাযোগে ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ। এটি এই শহরের অন্যতম ব্যাস্ততম স্থান, যেখানে জাতীয়যাদুঘর, হাসপাতালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত।অত্যান্ত জনবহুল একটি এলাকা, প্রায় সবসময়ই ভিড় থাকে, একই সাথে যানবাহনের চলাচলে ব্যাস্ত একটি সড়ক।
সম্প্রতি সেখানে নিরাপত্তার স্বার্থে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। এটির অর্থায়নে ছিল বন ও পরিবেশ মন্ত্রানালয়। কিন্তু দেখা যায় অধিকাংশ সময় মানুষ ফুটওভারব্রিজ না ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। হয়ত ব্যাস্ততা ও অলসতা উভয়ই দ্বায়ী, একারণে মানুষ এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে।
বাংলাদেশ সময়: ২০:৪৯:৩৪ ৪২৫ বার পঠিত