রবিবার, ১২ জুন ২০১৬

ধারাবাহিক হত্যাকান্ডে দেশব্যাপী আতঙ্ক

Home Page » আজকের সকল পত্রিকা » ধারাবাহিক হত্যাকান্ডে দেশব্যাপী আতঙ্ক
রবিবার, ১২ জুন ২০১৬



murder-539x350.jpg

করবী ঘোষ;বঙ্গ-নিউজঃধারাবাহিক ভাবে বাংলাদেশে যে হত্যাকান্ড চলছে তা দেশব্যাপী রীতিমত আতঙ্কের সৃস্টি করেছে।জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা আতঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে,গত ৫ মাসে বাংলাদেশে ১৯ টি হত্যা হয়েছে এবং সম্প্রতি ৫ দিনে নিহতের সংখ্যা ৪(গোপাল গাঙ্গুলী, সুনীল গোমেজ, মাহমুদা খানম ও নিত্যরঞ্জন পান্ডে)।এর আগে চলতি বছরে যেসব হত্যা হয়েছে ,তার অধিকাংশ হত্যার দ্বায় আই এস(ইসলামিক স্টেট) স্বীকার করেছে, যদের মধ্যে বেশিরভাগ ব্যাক্তিই ছিলেন ব্লগার,লেখক,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া দুটি নৃশংস হত্যা, চট্টগ্রামে মাহমুদা খানম ও সর্বশেষ গতকাল পাবনার নিত্যরঞ্জন পান্ডে, এদুটি হত্যার দ্বায় এখনও কোন গোষ্ঠী স্বীকার করেনি। দেশের বিভিন্ন স্থানে এসব ধারাবাহিক হত্যার প্রতিবাদে চলছে মানববন্ধন ও বিক্ষোপ সমাবেশ কিন্তু এখনো পর্যন্ত তদন্ত ও বিচারে নেই কোন অগ্রগতি।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২০   ৪০৩ বার পঠিত