রবিবার, ১২ জুন ২০১৬

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ল

Home Page » বিবিধ » ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ল
রবিবার, ১২ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ

দেশের বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী, কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক মিজানুর রহমান (যুগ্মসচিব), আ ন হ সাল্হাউদ্দিন, ড. শেখ আবু রেজা, কারগিরি শিক্ষা বোর্ডের পরিচালকসহ (কারিকুলাম) অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমূহে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ছাত্রছাত্রী ভর্তির অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা রমজানে স্কুল-কলেজ বন্ধ থাকাসহ সার্বিক বিবেচনায় বাড়ানো হয়েছে।

পরিবর্তিত সময়সীমা অনুযায়ী ভর্তির ফলপ্রকাশ করা হবে ২৬ জুন। মূল মেধাতালিকা হতে ভর্তির সময়সীমা ২৭ জুন হতে ৩০ জুন এবং অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির সময়সীমা ২ জুলাই থেকে ২৫ জুলাই। ক্লাস শুরু হবে ১৬ আগস্ট।

প্রতিষ্ঠান, টেকনোলজি এবং শিফটভিত্তিক আসন সংখ্যাসহ বিস্তারিত বিবরণ কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০:৪৩:৪৩   ৪৬৩ বার পঠিত