রবিবার, ১২ জুন ২০১৬

বিদ্যুৎ বিক্রি করবে অ্যাপল

Home Page » ফিচার » বিদ্যুৎ বিক্রি করবে অ্যাপল
রবিবার, ১২ জুন ২০১৬



বঙ্গ-নিউজঃ

এবার বিদ্যুৎ ব্যবসায় যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সোলার প্যানেল থেকে শুরু করে বায়োগ্যাস প্লান্ট থেকেও বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের নতুন সদর দফতরের ছাদে বসানো সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের কিছু অংশ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যুৎ বিক্রয়ের পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ ব্যবসায় এই প্রথম নাম লেখাতে যাচ্ছে অ্যাপল।

‘অ্যাপল এনার্জি এলএলসি’ নামের অ্যাপলের অধীনস্থ প্রতিষ্ঠানটি মার্কিন ফেডারেল এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুৎ বিক্রির অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করেছে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:২৮   ৪২১ বার পঠিত